মোঃ জাবেদুল ইসলাম-
গ্রীষ্মকাল প্রচন্ড গরম,
ঘাম ঝরে ঝর ঝর।
মাঠ ঘাট ফেটে চৌচির,
খাল বিলে জল নেই ।
নীল আকাশে মেঘ নেই কোথাও,
সূর্য টা রেগে হয় আগুন ।
গাছের পাতারা ভয়ে কাপে না,
থাকে একদম স্থির।
কাপ-পক্ষি পিপাসায় কাতর,
হণ্য হয়ে খোঁজে জল।
কৃষাণ জিরায় শরীর,
বট গাছের ছায়ায়।
গ্রীষ্ম কালে পাকে নানা ফল,
আম,জাম,কাঁঠাল,
লিচু আর তাল।
গ্রীষ্ম কালে গাছের ছায়ায়,
মুক্ত বাতাসে বসে গল্পে
কাটে অধিকাল।