সবুজ আহম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাও:: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-দিনাজপুর সড়কের ঘোড়াপীর নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। প্রত্যেক্ষদর্শীরা জানায়, বৃহম্পতিবার দুপুরে পীরগঞ্জ থেকে যাত্রী নিয়ে ‘এসএ’ পরিবহন (ঢাকা মেট্রো-জ ১৪-১২২২) নামের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। বাসটি মহাসড়কের ঘোড়াপীরের বাঁক এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে পানিতে পড়ে যায়। এতে নারী শিশুসহ অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ও দমকল বাহিনীর দুটি ইউনিট আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, ইউপি চেয়ারম্যান একরামুল হক ঘটনাস্থল পরিদর্শন করে।