নিজস্ব সংবাদদাতা
অদ্য (বৃহস্পতিবার ২২ জুন ) সকাল ১১টায় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম মহোদয়ের সাথে উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তী লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) এবং দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের “পৃষ্ঠপোষক” হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম মহোদয়কে মনোনয়ন প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, সহ-সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া প্রমূখ ।
উল্লেখ্য যে সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার জন্য ও সংগঠনের শ্রী বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
ছবির ক্যাপশন: চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।