আব্দুল সাত্তার চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ এর সার্বিক সাফল্য কামনা করে সভাপতি পদপ্রার্থী ও মহানগর যুবলীগের সিনিয়র সদস্য, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের নেতৃত্বে এক আনন্দ র্যালী কোতোয়ালী মোড়, জিপিও চত্বর হয়ে ফিরিঙ্গী বাজার হোমিওপ্যাথিক কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্তি হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সদস্য খোরশেদ আলম রহমান ও মহানগর যুবলীগ সদস্য তানভীর আহমদ রিংকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা তাজউদ্দিন রিজভী, জাহাঙ্গীর আলম, ফজলে হাসান চৌধুরী, মো: মাসুম। এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবছার উদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিজান, ফরমান উল্লাহ অপু, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল আজিজ, তারাপদ দাশ, যুবলীগ নেতা জামাল উদ্দিন মাসুম, আলাউদ্দিন বাপ্পী, রাশেদুল আলম, মিজানুর রহমান জসীম, সৈয়দুল আলম মো: আলাউদ্দিন, মো: পারভেজ, নুরুল আজিম, মো: সোহেল, মো: নিয়াজ, মো: রুবেল, মো: রাশেদ, জহুরুল ইসলাম লিটন, মো: তাজউদ্দিন, শফিকুল আলম জনি, মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অছিউর রহমান, সদস্য সাফাত বিন আমিন, মো: আজম, আবুল কালাম, আমিনুল ইসলাম সাহেদ, মো: জাবেদ, নজরুল ইসলাম, মো: রাজু, ছাত্রনেতা সিফাত, ইজাজুল হক ইজাজ, ইসরাক দোভাষ।
প্রধান অতিথি ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে তার চিন্তা চেতনায় ও বিচক্ষণতায় আমাদের প্রিয় মাতৃভূমি আজ বিশ্বের দরবারে বিস্ময়ের এক নাম। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাড়িয়েছে। তিনি আরো বলেন, স্বাধীনতা, জাতীয়তাবোদ ও সার্বভৌমত্বের প্রশ্নের আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগের ভূমিকা বাংলাদেশের রাজনীতির ইতিহাসের পাথায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে। বর্তমানে শেখ ফজলে শামস পরশের যোগ্য নেতৃত্বে বাংলাদেশের মানবিক যুবসমাজ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে।