বিশেষ প্রতিনিধি: চট্রগ্রাম থেকে
চট্টগ্রামে মুরাদপুরে জামান হোটেলে পচাঁ বাসী খাবার বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করে ভাম্রমান আদালত। এর পাশাপশি মক্কা হোটেল ও সাতকানিয়া হোটেলকে পৃথক পৃথক ভাবে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রবিবার দুপুর ১২ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোরাদ এই অভিযান পরিচালনা করেন। ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোরাদ বলেন, প্রতিটি হোটেল গুলোতে নোংরা পরিবেশ পচাঁ বাসী খাবার পাওয়া যায় এবং এসব খাবার খাওয়ার সম্পূর্ন অনুপোযোগী বলে সর্বমোট সত্তর হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকবে । এবং প্রতিদিন চট্টগ্রামের সকল হোটেল ও খাবারের দোকান গুলোতে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।