বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম থেকে

বিশ্ব ভালোবাসা দিবসে ভালবাসার বন্ধনে আবদ্ধ প্রিয়জনেরা একে অন্যকে তাদের ভালোবাসা জানায়। এদিনটিতে প্রিয়জনকে নিয়ে ভালবাসা ও অনুরাগময় সময় কাটানোর ব্যাবস্থা করে দিচ্ছে ওয়েল পার্ক রেসিডেন্স। রোমান্টিক আয়োজনে ভ্যালেন্টাইনস ডে উদযাপনে রোমাঞ্চকর সজ্জায় সজ্জিত থাকবে ওয়েল পার্কের ৯ম তলার মোহরা গার্ডেন রেস্টুরেন্ট। গানে গানে রোমান্টিকতায় শিহরন তুলতে মেলোডিয়াস গানের জনপ্রিয় কন্ঠশিল্পী অশ্র“ বড়ুয়া, চ্যানেল আই সেরা কন্ঠ তারকা চৈতী মুৎসুদ্দী ও জনপ্রিয় গায়িকা মুনমুন। ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এম এ মনসুর বলেন, গান শুনে মনের ক্ষুধা মিটিয়ে ও রসনা মেটাতে ব্যুফে ডিনার খেতে খেতে দম্পতিরা রোমান্টিকতায় মজে থাকতে পারবেন ভ্যালেন্টাইন নাইটসে। থাকছে স্মৃতিময় মুহুর্ত ধারণ করতে থাকছে ফটো বুথ। এজন্য খরচ হবে প্রতি দম্পতি ২৫০০টাকা এবং প্রতিজন ১৫০০ টাকা। বুকিং এর জন্য ০১৮৪১৭৩৫৫৫৮, ০১৮৪১৭৩৫৫৭৮ নম্বরে ফোন করে অথবা সরাসরি যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার মামুন আল রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন