কামরুল হাসান হৃদয়,চট্টগ্রাম প্রতিনিধি ঃ
চট্টগ্রামের একটি স্বনামধন্য অর্থলগ্নী প্রতিষ্ঠান রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:। দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন মোঃ মুজিবুর রহমান কোম্পানী। ২০০৬ সালে রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ লি: এ ম্যানেজিং ডাইরেক্টর (এম.ডি) হিসেবে যোগ দেন ওবায়দুল¬াহ রুবেল। কিন্তু কিছুদিনের মধ্যে রূপসার অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অপকর্ম সাধন করে গাঁ ঢাঁকা দেন প্রতারক ওবায়দুল¬াহ রুবেল। পরবর্তীতে সিম রিচার্জ এর নামে প্রতারণার নতুন একটি ফাঁদ খুলে বসে যার নাম কিং ডিজিটাল রিচার্জ লিমিটেড (কেডিআরএল)। আর এই সিম রিচার্জের ব্যবসাকে পুঁজি করে সে নতুন একটি সমবায় সমিতি চালু করে যার নাম ডিজিটাল কিং মাল্টিপারপাস লিমিটেড (ডিকেএমএল)। এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে চট্টগ্রাম নগরীর সাধারণ মানুষের কাছে ‘হায় হায় খায় খায়’ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানকে পুঁজি করে ওবায়দুল¬াহ রুবেল দেদারছে চালিয়ে আসছে তার বিভিন্ন অবৈধ ব্যবসা। যার মধ্যে উলে¬খযোগ্য নারী পাচার, দেহ ব্যবসা ও জঙ্গী অর্থায়ন মূলক কর্মকান্ড। অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল¬াহ রুবেল ছাত্র জীবনেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেমবি)’র সদস্য হন। পরবর্তীতে তার সাথে অত্র সংগঠনের প্রধান মুফতী আবদুল হান্নানের সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এই বিষয়ে কিছুদিন পূর্বে একটি জাতীয় দৈনিক ফলাও করে লীড রিপোর্ট প্রকাশ করে। এক পর্যায়ে তার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করেন তার প্রতিষ্ঠানে কর্মরত ইউনিট ম্যানেজার ইলিয়াস হাওলাদার (কোড নং-৩৫০) ও আরেক ইউনিট ম্যানেজার পলাশ হাওলাদার (কোড নং- জিএম ১০)। তারা ওবায়দুল¬াহ রুবেল এর বিভিন্ন অপকর্মের বিষয়ে র্যাব-৭, উপ-পুলিশ কমিশনার (বন্দর জোন) ও বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করেন। উলে¬খ্য গত ০৯ জুলাই চট্টগ্রাম জেলা সমবায় অধিদপ্তর রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর নির্বাচনের তফসিল ঘোষনা করেন। হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসে সভাপতি পদে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম বরাবর মনোয়নপত্র দাখিল করেন। জনমনে এখন একটাই প্রশ্ন, যে ব্যাক্তি চট্টগ্রামের সমবায়ের জন্য একটি বিষফোড়া ও রূপসা মাল্টিপারপাস থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আজ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে সেই ব্যাক্তিই কিনা আবার রূপসার সভাপতি পদের জন্য নির্বাচন করবে? এই বিষয়ে জানতে নির্বাচন কমিশনের সদস্য এরফানুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করতে চান নি। আর মুঠোফোনে ওবায়দুল¬াহ রুবেলের বক্তব্য নিতে চাইলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় এমনকি তার অফিসে গেলে তার সাক্ষাৎ পাওয়া যায় নি। এই বিষয়ে রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি; এর চেয়ারম্যান লায়ন মোঃ মুজিবুর রহমান বলেন খুব শীঘ্রই তিনি ও তার প্রতিষ্ঠান প্রতারক ওবায়দুল¬াহ রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।