কামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম অফিস:
নগরীতে ৮ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদের মধ্যে একজন নারীও আছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে কোতয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে এই অভিযান চালিয়েছে অধিদপ্তরের মেট্রো টিমের সদস্যরা। অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ গণমাধ্যমকে বলেন, গ্রেফতার হওয়া দুজন পেটের সঙ্গে বেঁধে ইয়াবাগুলো নিয়ে সাতকানিয়া থেকে নগরীতে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করেছি। গ্রেফতার হওয়া দুজন হলেন সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা গ্রামের নুরুল আলমের স্ত্রী জেসমিন আক্তার (২৬) এবং আব্দুল মাবুদের ছেলে মোহাম্মাদ ইসমাঈল (৩৩)। অধিদপ্তরের পরিদর্শক লোকাশিস চাকমা বাদি হয়ে তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন।