কামরুল ইসলাম হৃদয়,চট্টগ্রাম অফিস: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এলাকায় ট্রাক, লেগুনা ও মিনি কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে ওই উপজেলার পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার ওসি সাইরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম বলেন, ‘দুপুর দেড়টার দিকে মহাসড়কের মীরসরাই পৌরসভা এলাকায় ট্রাক, লেগুনা ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা মীরসরাই থানার এসআই কামাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি গাড়ি সরানো হয়েছে। অন্য গাড়িটি সরানোর কাজ চলছে। মীরসরাইয়ের ফায়ার স্টেশনের লিডার ওমর শরীফ বলেন, আমরা লেগুনা ও কাভার্ডভ্যানটি সড়িয়েছি। তবে ঢাকাগামী ভুট্টা বোঝাই ট্রাকটি এখনো সড়ানো সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ট্রাকের নিচে আরও কেউ থাকতে পারে বলে স্থানীয়দের দাবি।