বিশেষ প্রতিনিধি: চট্রগ্রাম থেকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. আবুল কালাম আজাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের নিজ বাসায় তার ঝুলন্ত লাশ দেখেন স্ত্রী অধ্যাপক ড. শাহানারা বেগম।
পরে সন্ধ্যা ৭টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা বিলকিসের উপস্থিতিতে লাশ নামানো হয়।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের ঝুলন্ত লাশ দেখে তার পরিবারের পক্ষ থেকে জানালে আমরা ঘটনাস্থলে যাই।’
হাটহাজারীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা বিলকিস লাশ নামানোর পর সাংবাদিকদের বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমাকে জানানো হয়। প্রাথমিকভাবে ড. আজাদের মরদেহে কোনো রকমের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’
পরিবার বিজ্ঞ অতিরিক্ত জেলা জজের অনুমতিক্রমে লাশ দাফনের ব্যবস্থা করতে পারবেন বলেও তিনি জানান।
এ সময় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) আরিফুর রহমান সর্দার, হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর ও ড. আজাদের আত্মীয়-স্বজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে ড. আজাদের সহধর্মীনি বাসায় বিভাগ থেকে বাসায় ফিরলে বাসার বাইরের দরজায় তালা ঝোলানো দেখে তিনি নিজের কাছে থাকা চাবি দিয়ে বাসায় প্রবেশ করেন। এ সময় তিনি ড. আজাদের ঝুলন্ত লাশ দেখতে পেলে চিৎকার করেন। প্রতিবেশীরা তার চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন।
অধ্যাপক ড. আবুল কালাম আজাদ তিন সন্তানের জনক। তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক। গণিত বিভাগের সভাপতি ছাড়াও বিজ্ঞান অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলসহ বিভিন্ন পর্ষদে দায়িত্ব পালন করেছেন ড. আজাদ। তার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন