বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি ;
নাটোর এর বড়াইগ্রামের ১নং জোয়ারি ইউনিয়ন
চেয়ারম্যান চাদ মোহাম্মদ এর পিতা খোদা বকস্ প্রাং (১১০) বেলা ৩.০০ ঘটিকার
সময় তার নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নালিল্লাহে
রাজিউন) মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয় সন্ধা ৭.৩০ মিনিটে
উক্ত যানাযার নামাজে উপস্থিত ছিলেন বিল চলনের কৃতি সন্তান আলহাজ্ব মো:
আব্দুল কুদ্দুস মান্নান এম.পি (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) নাটোর ৪। আরো
উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র মো: জাকির হোসেন জিন্না সহ স্থানিয় ইউ.পি সদস্য আব্দুল আজিজ প্রামানিক। যানাযার নামায শেষে দাফন সম্পন্ন করে
মরহুমের আত্তার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।