মো জহুরুল ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি

মরণব্যধী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশ বাসীকে কাদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন নীলফামারী শহরের সরকারি কলেজ পাড়া নিবাসী প্রয়াত ভাষা সৈনিক ও ৭১ এর বিশিষ্ট সংগীত শিল্পী ওয়ালিউর রহমানের সহধর্মিণী ৭১ এর মুক্তিযুদ্ধের ভাষা সৈনিক জনাবা সমেলা রহমান ( ৮৮)
( ইন্না ——– রাজিউন )

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ভাষা সৈনিক সমেলা রহমান।
এবিষয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে আবাসিক ডাক্তার অমন রায়ের সাথে কথা হলে তিনি বিষয় টি নিশ্চিত করে

তিনি বলেন যে ভাষা সৈনিক সমেলা রহমান গত ৯ ই জুলাই এন্টিজেন টেস্ট পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসে সনাক্ত হলে তিনি সে দিনেই জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয় , এবং তিনি করোনা ভাইরাসে সংক্রামিত হওয়ার আগে গত ১৭ ই ফেব্রুয়ারী করোনার প্রথম ডোজ টিকা ও ১৭ ই এপ্রিল দ্বিতীয় করোনা টিকার ডোজ গ্রহন করেন। কিন্তু আজ বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ করে ওনার প্রচন্ড শ্বাস কষ্ট দেখা দিলে তিনি দুপুর ১২ দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরে বিকেল ৫ টার দিকে ভাষা সৈনিক সমেলা রহমান কে গাড অফ অনার প্রদান করে নীলফামারী কেন্দ্রীয় কবরস্হানে দাফন করা হয়।

ভাষা সৈনিক সমেলা রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলফামারী ২ আসনের সাংসদ সদস্য জনাব আসাদ্দুজামান নুর এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি, নীলফামারীর পৌরসভার মেয়র ও ম্যাব সভাপতি জনাব দেওয়ান কামাল আহমেদ , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওয়াদুদ রহমান , পুলিশ সুপার জনাব মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম, জেল প্রশাসক জনাব হাফিজুর রহমান চৌধুরী সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবৃন্দ।

ভাষা সৈনিক সমেলা রহমান ৪ মেয়ে ও ৩ ছেলের জননী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *