মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর-খানসামায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ)’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়েছে।স্থানীয় রাণীরবন্দর মৌচাক হোটেল এন্ড রেস্টুডেন্ট শনিবার বিকেলে বিএমএসএফ” এর দিনাজপুরের রাণীরবন্দর আঞ্চলিক অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এবং চিরিরবন্দর-খানসামা উপজেলা শাখার সহযোগিতায় রাণীরবন্দর আঞ্চলিক কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো: ফজলুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খানসামা উপজেলার ভাইচ চেয়ারম্যান মো: সুজা উদ্দিন লুহিন শাহ্, অনুষ্ঠান উদ্বোধন করেন বিএমএসএফ এর খানসামা উপজেলা শাখার সভাপতি দীমান চন্দ্র দাস, অনুষ্ঠান পরিচালনা করেন খানসামা উপজেলা শাখার সাধারন সম্পাদক মো: আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএমএসএফ এর চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন বাদশা,সহ-সভাপতি ডা: লিয়াকত আলী খন্দকার,নির্বাহী সদস্য ডা:কামাল হোসেন,আলোচনা সভায় বক্তব্য রাখেন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো:নুর নবী ইসলাম,প্রচার সম্পাদক মো: রকিবুল ইসলাস রকি, চিরিরবন্দর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মাদ মানিক হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মাহাফুজুল ইসলাম আসাদ, সাংগঠনিক সম্পাদক মো: ফয়জার রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক দয়াল চন্দ্র রায়, দপ্তর সম্পাদক আসলাম আলী আঙুর , কমিটির নির্বাহী সদস্য ভুপেন্দ্র নাথ রায়, সদস্য দেলোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গ উপস্থিততে ভুরিভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক নিপীড়ন ও হয়রাণিমূলক ৫৭ ধারাকে বাতিল করে বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সরকার ও গণমাধ্যমসমুহের নিকট দাবী তোলেন ।