মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান পার্টি। তাদের খপ্পরে পরে সর্বশান্ত হয়েছে রাণীরবন্দরের অটো চালক দিলিপ কুমার রায় (২৩) । সে নশরতপুর ইউনিয়নের দেওরিপাড়া গ্রামের সোমবারুর ছেলে।
গতকাল শুক্রবার দুপুর ২টায় চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদ এলাকায় খুনিয়া দিঘী নামক স্থানে এ ঘটনা ঘটে। ।
জানাগেছে, রাস্তার ধারে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দিলিপ কুমারকে উদ্ধার করে স্থানীয়রা। এর পর জ্ঞান ফিরে এলে দিলিপ জানায়, ৪/৫ জন অজ্ঞাত ব্যাক্তি রাণীরবন্দর থেকে চিরিরবন্দর হয়ে দিনাজপুরের কথা বলে অটো রিজাভ করে। পরে চিরিরবন্দর ঘুঘরাতলী মোড়ে এসে সাবাই তারা কোমল পানীয় (টাইগার) পান করে আমাকেও দেয় । ওই পানি পান করার পর আমাকে ঘুম ঘুম লাগে সেই অবস্থায় আমি আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত যাওয়ার পরে আর কিছু বলতে পারিনা। জ্ঞান ফিরে দেখি অটোতে ব্যাটারী নেই।