মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
চিরিরবন্দর উপজেলাধীন রানীরবন্দর থেকে চিরিরবন্দর উপজেলার প্রধান সড়কে দীর্ঘ প্রায় ১৪ কি:মি: সড়ক ও জনপথ বিভাগের সড়কে বিভিন্ন জায়গা দখল করে খড়ের পালা সারিবদ্ধ ও গর্ত করে আবর্জনার স্তুপ লাগিয়েছে পার্শ্ববর্তী জনগণ। আবার কখনো দেখা গেছে রাস্তার উপরে বেপড়োয়া ভাবে করা হচ্ছে ধান মাড়াইর কাজ। যার ফলে জনচলাচলে বাস, ট্রাক, অটো রিক্সা, মোটর সাইকেল, ভ্যান চলাচলে দৈনন্দিন দূর্ঘটনাসহ নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সারিবদ্ধ খড়ের ঐ পালাগুলোতে ইঁদুরের বসতে গর্ত হাওয়ায় পাঁকা সড়কের মাটিগুলি সরিয়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়ে রাস্তা তলিয়ে যাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের উদাসীনতা ও তদারকির অভাবে এসব হয়েছে। এলাকার সচেতন জনগণ খড়ের স্তুপ বা পালা দিয়ে দখল কৃত সড়ক ও জনপথ সড়কটি মুক্ত করার জন্য কর্তৃৃপক্ষের নিকট জোর দাবি জনিয়েছেন।