মোহাম্মদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দরে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আইসিটি কর্মকর্তা ওহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আফতাব উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আয়ুবর রহমান শাহ্, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক,থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম, আমেনাবাকি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, চিরিরবন্দর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতারা বেগমসহ প্রমূখ বক্তব্য রাখেন ।