মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে মোর্শেদা খাতুন (১৩) এক জেএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকাল ১১ টায় উপজেলার সাতনালা ইউনিয়নের শয়রাতলী গ্রামের দক্ষিণ বানিয়াপাড়ায় ।
নিহত মোর্শেদা খাতুন ওই গ্রামের মোকছেদ আলীর মেয়ে বলে জানা গেছে। সে সাতনালা এম এল উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থী। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় মোর্শেদা নিজ শয়নকক্ষে বই পড়ার সময় ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মোর্শেদার মা বাবা অনেক ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের ছাঁদ দিয়ে নেমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী চিরিরবন্দর থানা পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মানু বলেন, সে হিসাবে শিক্ষার্থী ভালো ছিলো । তার মৃত্যুর কারন কি হতে পারে আমার জানা নাই। এবং স্কুলে পড়াশনা চলাকালীন তার মন খারাপ থাকতে আমি কখনোও দেখিনি।থানার এস আই মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন । তিনি জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় মরদেহ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।