মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে নশরতপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে ১৮ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে মাদক খাওয়াকে কেন্দ্র করে তিন জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে ঐ গ্রামের একরামুলের পূত্র জয় (১৬) ও তার সহযোগি। পরে এলাকাবাসী তাদের আশংঙ্খা জনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালাপাড়া গ্রামের একরামুল ড্রাইভারের পূত্র জয় তার সহযোগিদের সঙ্গে নিয়ে মাদক খাওয়াকে কেন্দ্র করে পূর্ব শক্রতার জের ধরে মোবাইল ফোনের মাধ্যমে হত্যার উদ্যেশে একই গ্রামের আজিমদ্দিনের পূত্র মো:সাইফুল ইসলাম(১৫), আমিনুলের পূত্র মো: আলামিন(১৬),আশারাফ আলীর পূত্র মো: ওমর আলীকে(১৫) কে নির্জন জায়গায় ডেকে নিয়ে তিনজনকে এলোপাথারি ভাবে কুপিয়ে জখম করে। বর্তমানে জয় পলাতক রয়েছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো:হারেসুল ইসলাম জানান,ঘটনাটি খুবই দু:খজনক,জয়কে পুলিশ খুজঁছে। আহতদের পরিবার এ ব্যাপারে এজাহার দাখিল করলে তা গ্রহন করে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন