মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের চিরিরবন্দরে বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে যুবলীগ কর্মী আশিকুর রহমান (৩৫) ও দেবেশ চন্দ্র (৩০) নামে দুইজন নিহত হয়েছে ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার ভিয়েল ইউনিয়নের খেড়খাটি গ্রামে কাঁকড়া নদী থেকে বালুবাহী ট্রাকের ধাক্কায় এ দূঘর্টনা ঘটে। নিহত আশিকুর রহমান চিরিরবন্দর উপজেলার জয়পুর গ্রামের ওসমান গণির পূত্র ও নিহত দেবেশ চন্দ্র খেড়খাটি গ্রামের বাসিন্দা বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার ভিয়েল ইউনিয়নে খেড়খাটি গ্রামে নদী থেকে বালুবাহী ট্রাক মোহনপুর ব্রীজের দিকে যাওয়ার সময় পলাশডাঙ্গি মোড়ে এসে পৌচ্ছালে আমবাড়ী থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।