মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে ২ই জুলাই রোববার রাতে রাণীরবন্দর সুইয়ারী বাজারে মিতু মোবাইল প্লাজা একটি ইলেক্ট্রিক ও মোবাইল ফোনের দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ইলেক্ট্রিক সামগ্রী ও মোবাইল ফোন সেট,মেমোরি কার্ড সহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দোকান মালিক সুত্রে জানা গেছে।
জানা যায়, দোকানের টিনের ছাইনি কেটে চোর ভিতরে প্রবেশ করে। পরে ক্যাশবাক্স ভেঙ্গে নগদ ৩০ হাজার টাকা, মোবাইল ফোন সেট ৪৫০টি, মেমোরি কার্ড ৬০টি, সহ বিভিন্ন প্রকারের প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে দোকান মালিক মাজেদুর ইসলাম চিরিরবন্দর থানায় অভিযোগ করবেন বলে জানা গেছে।