chirirbandar-pic

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় শিক্ষার গুণগত মান অর্জনের লক্ষ্যে তথ্য ও প্রযুক্তি শিক্ষা প্রসারে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা শীর্ষক” সেমিনার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে চিরিরবন্দর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতারা বেগম, প্রধান শিক্ষক নন্দন কুমার দাস, মাহতাব উদ্দিন সরকার, অধ্যক্ষ আলহাজ্ব মোঃ একরামুল হক, প্রাথমিক প্রধান শিক্ষক ওয়াহিদা বেগম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ওহিদুল হক প্রমূখ। ওই সেমিনারে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারী কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
সেমিনারে তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে শিক্ষার মান বৃদ্ধি করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব গুলো যথাযথ ব্যবহারের জন্য প্রতিষ্ঠানদের বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *