রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ বিছিন্ন শাখাহাতি চরে আজ দুপুরের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এসময় অগ্নিকান্ডে ৫ পরিবারের বসতঘর ও ঘরে থাকা দুই লাখ টাকাও আগুনে ভীষ্মভূত হয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাদশা মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। চড়া রোদ আর বাতাসের ফলে তা দ্রুত ছড়িয়ে পরে। এসময় বাদশা মিয়ার বাড়িসহ বিজলী বেগম, মরিয়ম বেগম, জবেদা বেগম ও মোনাল মিয়ার বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আটকা পরা বিজলী বেগমের বৃদ্ধা মা আরামবানু বেওয়াকে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে। আগুনে তার কপাল ও শরীরের বেশ কয়েকটি জায়গা পুড়ে গেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় গরু বিক্রির ২ লাখ টাকাসহ ৫টি বাড়ির প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গওছল হক মন্ডল জানান, ঘটনাটি দুর্ভাগ্যজনক। ক্ষতিগ্রস্থদের তালিকা করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।