কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ মাঠে থানাহাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল করিম এর সভাপতিত্বে আসন্ন থানাহাট ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফা রঞ্জু,জামিউল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা বেগম, থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইদুল ইসলাম মুকুল প্রমুখ।
বক্তারা নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার জন্যে নেতাকর্মীদের অনুরোধ জানান।