কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে আগুনে ভষ্মিভূত হলো দোকান ২লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই। শুক্রবার দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা বাঁধের মোড় এলাকার শফিকুল ইসলাম শাহীন মন্ডলের দোকান ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শফিকুল ইসলাম শাহীন উপজেলার রমনা ইউনিয়নের মৃত আক্তার হোসেন সাজুর ছেলে। রমনা বাঁধের মোড়ের পাশে একটি টিনের ঘরে গবাদিপশুর খাদ্য বিক্রি করতো শাহিন মন্ডল। শুক্রবার দুপুরে স্থানীয় জুম্মার নামাজ পড়তে মসজিদে ঠিক সেই সময় হঠাৎ দোকান থেকে আগুনের শিখা উঠতে দেখে স্থানীয় কয়েকজন। এরপর স্থানীয়রা চিলমারী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরইমধ্যে পুড়ে যায় ২ হাজার ৫ শত খরের আটি, ২৫ বস্তা গুড়া, ভুষি ৭ বস্তা, খৈল ১ বস্তা, খুদ ২ বস্তা, কাটা খর ৫ বস্তা, নগদ ২৫০ টাকা ও একটি বাটন মোবাইলসহ দোকানে হিসাবের কাগজপত্র। এতে পাই ২লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট বেশ কিছু সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বিড়ি-সিগাটের আগুন থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ক্ষতি গ্রস্থ শফিকুল ইসলাম শাহীন মন্ডল জানান,আমার আগুনে সব পুরে গেছে আমি স্বশান্ত হলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *