কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চিলমারীতে থানা শাখার কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলন শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়।এতে সভাপতি মুহাম্মাদ সাজ্জাতুল ইসলাম,সহ-সভাপতি নাহিদ নাজমুল ও মুহাম্মাদ ওয়াজকুরুনী রাহমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
বৃস্পতিবার দুপুরে (১০ ফেব্রুয়ারি) উপজেলার মাহফুজুল দারুল উলুম নূরানী হাফেজী ও কওমি মাদ্রাসায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময়
ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ সাজ্জাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ, উপজেলার শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মনিরুজ্জামান, দ্বীন কায়েম সংগঠনের উপজেলা শাখার মওলানা মুহাম্মাদ জামিউল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের থানা শাখার সভাপতি মুহাম্মাদ মনির উদ্দিন,
ইসলামী যুব আন্দোলনের থানা শাখার সাংগঠনিক সম্পাদক যুবনেতা জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক, অর্থ সম্পাদক মুহাম্মাদ জিয়াউল ইসলাম প্রমুখ।