নাজমুল হুদা পারভেজ ( চিলমারী) কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধনসহ নদী ভাঙ্গনে ক্ষতি গ্রস্তদের মাছে চেক বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এম,পি
বৃহস্পতিবার সকালে চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে নদী ভাঙ্গন কবলিত এলাকার জনসাধারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পূনর্বাসন সহায়তা কার্যক্রমের আওতায় চিলমারী উপজেলায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারের মাঝে ৫০ হাজার করে টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি প্রাাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শওকত আলী সরকার বীর বিক্রম, চেয়ারম্যান উপজেলা পরিষদ চিলমারী, চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহবুবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার চিলমারী। এরপর প্রধান অতিথি উপজেলা ক্যাম্পাসের ভিতরে উপজেলা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর ফলক উম্মোচন করেন।স্থানীয় সরকার প্রশাসনের অর্থায়নে ছয় তলা ভিত্তি বিশিষ্ট ৪ তলা ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ছয় কোটি টাকা। অত্যাধুনিক এই ভবনে সরকারি সকল অফিস থাকবে। ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং সালে ভবণটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন