কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী থানাহাট এ, ইউ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ৪৮টি প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্। এসময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ্ সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ জাহিদুল হক, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।