মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এস, এসসি ২০২২ সালের পরিক্ষাথীদের বিদায় ও বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্কুলের আয়োজনে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তাহের, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম, সহকারী সিনিয়র শিক্ষক মোঃলুৎফর রহমান, সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমান প্রমুখ। পরে শিক্ষাথীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।