কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে৷
উপজেলার থানাহাট ইউনিয়নের ডেমনার পাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বেশ কিছু দিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন গত দুই দিন থেকে বেশি অসুস্থ্য হলে রবিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার করোনা আছে কি না তার পরিক্ষা করে হাসপাতালে ভর্তি করা হয়। এর পরই বিকালেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুর রাজ্জাকের বড় সন্তান সুফ ইয়ান জানান, আমার বাবা দীর্ঘ দিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন গত দুইদিন থেকে তার প্রস্বাবের সমস্যা হচ্ছিলো আজ অসুস্থ্য বেশি হলে হাসপাতালে নিয়ে যাই এবং করোনা টেষ্ট করাই টেস্ট করে হাসপাতালে ভর্তি করার পর কিছু ক্ষন পর তার মৃত্যু হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম বলেন, বীরমুক্তি যোদ্ধা আব্দুর রাজ্জাকে বিকাল ৩ টার সময় হাসপাতালে নিয়ে আসলে করোনা টেষ্ট করেই তাকে ভর্তি করানো হয় পরে তার করোনা পজেটিভ রিপোট আসে। এর পরেই তিনি মারা যান।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে মুক্তি যোদ্ধাদের মাঝে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।