কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাসবিরোধী, জনসচেতনতাবৃদ্ধি, ইভটিজিং বন্ধ, মাদককে ‘না’, বাল্যবিবাহ প্রতিরোধ ও মানসম্মত শিক্ষার লক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম প্রমুখ।
মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিবাহ নিবন্ধক, ইমাম, পুরোহিত, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।