শফিউল আলম শফি,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দুঃস্থ ও সহায়সম্বলহীন পরিবারের মাঝে ভারতের হায়দারাবাদ থেকে আনা উন্নত জাতের গাড়ল প্রজাতির ভেড়া বিতরন করা হয়েছে। দুঃস্থ, ভুমিহীন, বিধবা পরিবার গুলোর মাঝে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ১০ টি পরিবারকে পরীক্ষামূলক ভাবে ৩০টি উন্নত জাতের গাড়ল প্রজাতির ভেড়া ও ৩শ ৮৯ টি পরিবারকে ১ হাজার ১শ ৬৭টি দেশীয় প্রজাতির ভেড়া দেয়া হয়েছে।
সোমবার সকালে চিলমারী উপজেলার রমনা ইউনিয়ন পরিষদ মাঠে ইউকেএইড এর অর্থায়নে এসব ভেড়া বিতরন করে বেসরকারী সাহায্য সংস্থা প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন, রমনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজগার আলী, প্রাকটিক্যাল এ্যাশনের হেড অব এক্সট্রিম প্রোভার্টি প্রোগ্রাম নাজমুল ইসলাম চৌধুরী, সংস্থার এগ্রিক্যালচার ম্যানেজার নির্মল চন্দ্র ব্যাপারী, জেলা সমন্বয়কারী মোতাকাব্বিরুল হক ও ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ শাখাওয়াত হোসেন প্রমুখ।
স্বপ্ল সময়ের মধ্যে দিনমজুরের পাশাপাশি পরিবার গুলো ভেড়া পালনের বাড়তি আয় দিয়ে নিজেদের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবে।
উন্নত জাতের ভেড়া পাওয়া চিলমারী উপজেলার মনতলা গ্রামের বিধবা হাজিরন বেওয়া বলেন, উন্নত জাতের ৩টি ভেড়া পেলাম। আমাদের এলাকায় এসব ভেড়া ছিলনা। ৩টি ভেড়া ভালোভাবে লালন পালন করে সংসারের আয় করতে পারবো।
প্রাকটিক্যাল এ্যাশনের হেড অব এক্সট্রিম প্রোভার্টি প্রোগ্রাম নাজমুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশে উন্নত জাতের পশু পালন বিস্তার করা ও অসহায়, ভুমিহীন, বিধবা ও দুস্থ পরিবার গুলোকে স্বাবলম্বী করতে এসব ভেড়া বিতরন করা হয়েছে। যাতে করে ২ বছরের মাধ্যে ভেড়া পালন করে পরিবার গুলো স্বাবলম্বী হতে পারে।