চিলমারীতে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এম,পি
নাজমুল হুদা পারভেজ ঃ
গতকাল কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আয়োজিত ৭ দিন ব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
বিকাল ৪টায় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদে কাঁচকোল যুব সমাজ আয়োজিত উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের চিলমারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও বালাবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এনামুল হক সরকার, আ’লীগ নেতা ও ফকিরেরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিঠু সরকার প্রমুখ নেতৃবৃন্দ।
নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ লোকায়ত বাংলার লোক সংস্কৃতির একটি অংশ। নৌকা বাইচ প্রতিযোগিতাকে গণ বিনোদন হিসেবে বিবেচনা করা হয়। প্রায় এক যুগ পরে চিলমারীর কাঁচকোল ব্রহ্মপুত্র নদের ডান তীরে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে হাজার হাজার নারী- পুরুষ এই নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে ভিড় করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে প্রতিযোগিতাটি উপভোগ করেন।
উদ্বোধনি খেলায় মোট ৪টি নৌকা অংশ গ্রহণ করে। নৌকাগুলি হল, রৌমারী উপজেলার উত্তর চর বাগুয়া থেকে আনিছুর রহমানের দূরন্ত চিতা নৌকাবাইচ দল, চিলমারীর চর বড়ভিটা এলাকার তৈয়ব আলী সরকার এর হাঁকাও তরী চিলমারী নৌকা বাইচ দল, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চর মাদারী পাড়া থেকে মতিয়ার রহমানের ৭১ এর সৈনিক নৌকাবাইচ দল ও চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ওমেদ আলীর পংঙ্খীরাজ নৌকাবাইচ দল। উদ্বোধনি দিনে দূরন্ত চিতা নৌকাবাইচ দল ও হাঁকাও তরী চিলমারী নৌকা বাইচ দলের মধ্যে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় হাঁকাও তরী চিলমারী নৌকা বাইচ দল ১ম স্থান লাভ করে। সপ্তাহ ব্যাপী এই খেলায় মোট ১৬টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। সেমিফাইনাল হবে চারটি দলের মধ্যে এবং ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২টি দলের মধ্যে।