রফিকুল হায়দার (সিনিয়র ষ্টাফ রিপোর্টার) ঃ
কুড়িগ্রামের চিলমারীতে ১৮মাস বয়সের এক পুত্র সন্তানকে ৭দিন ধরে জোড় করে নিজের কাছে রেখেছিলেন ওই সন্তানের বাবা। শিশু সন্তানটিকে তার মায়ের নিকট যেতে দেয়নি।অসহায় মা সন্তানকে কাছে পেতে অনেকের কাছে ছুটে কোন সমাধান পাননি।অতঃপর চিলমারী মডেল থানা পুলিশের সহযোগিতায় সোমবার ১৮মাসের ওই শিশুটি ফিরে পেয়েছে তার মায়ের কোল।
অভিযোগ সুত্রে জানা গেছে,উলিপুর উপজেলার বজরা তবকপুর সরদারপাড়া এলাকার আমিনুল ইসলামের মেয়ে আখি বেগম(২১) এর সাথে তিন বছরে আগে চিলমারী উপজেলার কিশামতবানু নালার পাড় এলাকার জাবিউল ইসলামের ছেলে ফরিদুল ইসলামের বিয়ে হয়েছে। তাদের কোলে ১৮মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। গত ২৪ অক্টোবর সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ফরিদুল অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ১৮ মাসের পুত্র সন্তাান আরিয়ানকে তার কাছে রেখে স্ত্রী আখি বেগমকে বাড়ী থেকে বের করে দেয়। সোমবার থানায় অভিযোগ করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন,সোমবার (১নভেম্বর) বিকেলে আখি বেগম নামে এক মা থানায় এসে অভিযোগ করেন গত ৭দিন ধরে তার ১৮মাস বয়সের সন্তানকে জোড় করে আটকে রেখেছেন তার স্বামী। অনেক ভাবে চেষ্টা করেও দুধের সন্তানকে নিজের নিকট নিতে পারায় থানায় অভিযোগ করেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে ২রা নভেম্বর মঙ্গলবার সকালে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। শিশু সন্তানটি তার মাকে কাছে পেয়ে আনন্দে আত্নহারা হয়েছে।