মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি তার নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার চরাঞ্চলের নদী ভাঙ্গনের স্বীকার ও ভানভাসী পরিবারের মাঝে নয়ারহাট, অষ্টমীর চর ও চিলমারী ইউনিয়নের ৭৫০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫০০ এমএল সয়াবিন, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মুশুর ডাল, ১ ডজন মোমবাতি, ১টি গ্যাস লাইট, ১ কেজি প্যাকেট লবনের প্যাকেজ ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, নয়ারহাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ আতিকুর রহমান, অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।