কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়ােজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে উপজলা প্রশানের পক্ষ থেকে সূর্যদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তােলন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর ম্যুরাল উপজেলা প্রশাসনসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির সহযাগী অঙ্গ সংগঠন সমূহ, বিভিন সামাজিক ও সাংকৃস্তিক সংগঠন পূষ্পস্তবক অর্পণ করে।
পরে উপজলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন কৃর্তক আয়াজিত আলাচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউ এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকও জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মাে. আনারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় বিষাণ দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী, প্রমূখ।
আলাচনা শেষে কবিতা আবৃতি ও রচনা প্রতিযাগিতায় বিজয়ী শিক্ষাথর্ীদের মাঝে পুরস্ার বিতরণ করা হয়। অপরদিকে দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদশ আওয়ামী লীগ চিলমারী উপজলা শাখা দলীয় কার্যালয়র সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তালন করে। এরপর দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজলা পরিষদ চত্ত্বর এসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন