কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বানের পানিতে পরে মিশু বম্মন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী আকন্দ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিশু বম্মন (১৫) নরেশ বম্মনের ছেলে জানাযায়, পুটিমারী আকন্দ পাড়ায় মিশু বম্মন সকাল ১১ টায় বাড়ি থেকে কলাগাছের ভেলা করে পাউবো বাঁধে আসতে ভেলা থেকে পুকুর পার হওয়ার সময় বন্যার পানিতে পরে যায়। পরে পাউবো বাঁধের লোক জন তাকে উদ্ধারের চেষ্ঠা করলে প্রবল স্রোতে ভেসে যায়।কিছু ক্ষন পরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারকে খবর দিলে তারা লাশ বাড়িতে নিয়ে যায়।
এবিষয়ে থানাহাট ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এদিকে এলাকায় কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।