শ্যামল কুমার বর্ম্মণ, (চিলমারী) কুড়িগ্রাম ঃ
কুড়িগ্রামের চিলমারীতে বে-সরকারী ম্যাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করনের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ এর সামনে এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারি উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি চিলমারী উপজেলা শাখার সভাপতি ও থানাহাট এ ইউ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব নুর -ই-এলাহী বাদশা, সাধারন সম্পাদক বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সরকার, চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, কাচকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ মজনু, সহকারী প্রথান শিক্ষক মশিউর রহমান, সহকারী শিক্ষক আইয়ুব আলী মন্ডল প্রমূখ। বক্তাগন অবিলম্বে বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করনের জন্য মাননীয় প্রধান মন্ত্রির নিকট জোর দাবী জানান।