কুড়িগ্রাম প্রতিনিধিঃ
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় অধিনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের, পি ইডিপি – ৪ এর
চিলমারীতে শিখন কেন্দ্রের শুভ উদ্বোধন ও বই বিতরন করা হয়েছে।
রবিবার দুপুরে থানাহাট ইউনিয়নের ছোট কুষ্টারী এলাকায় কুড়িগ্রাম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন রংপুরের বাস্তবায়নে শিখন কেন্দ্রের শুভ উদ্বোধন ও বই বিতরন করা হয়।
শিখন কেন্দ্রের শুভ উদ্বোধন ও বই বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃমাহবুবুর রহমান। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম,ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ছালেহ সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি আব্দুর সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফা রঞ্জু, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল প্রমুখ।
উপজেলায় এক যোগে ৭০ টি শিখন কেন্দ্রে লেখা পড়া চলবে।