মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম প্রতিনিধিঃ
২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে কুড়িগ্রামের চিলমারী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মোঃ রুহুল আমিন নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার ফকিরের হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন।
জানা যায়, মো. মোঃ রুহুল আমিন ২০২১ সালে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন
প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।
মোঃ রুহুল আমিন ১৯৭৫ সালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পাটওয়ারী গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম
মোজাম্মেল হক। তিনি এর আগে তিনবার উপজেলা পযায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক নিবাচিত হয়েছিলেন । তার এ সুনাম অর্জনের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মন্জুরুল ইসলাম মন্জু, সাপ্তাহিক যুগের খবেরর সম্পাদক এস এম নুরুল আমিন, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মমিনুল ইসলাম বাবু সহ সকল শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।