হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ গহুর বাদশার (২০) সন্ধান পাওয়া গেছে। দীর্ঘ সাড়ে ৪ঘন্টা চেষ্টার পর ডুবুরীদল নিখোঁজ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। সে ওই ইউনিয়নের বেড়িবাধ এলাকার আবুল কালাম মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কালিকুড়া টি-বাঁধ এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে সে জালের টানে তলিয়ে যায়।
চিলমারী ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ খবরুল ইসলাম মন্ডল জানান, রংপুর থেকে আসা আমাদের ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টায় পর নিখোজ যুবকের মরদেহ উদ্ধার করে। গহুর বাদশা পানিতে নিজের জালে আটকে পরে নিহত হতে পারে বলে তিনি জানান।