কলমে- মোল্লা হারুন উর রশীদ
ছোকরার পরনে ওকরা ধরে
ল্যাং মেরেছে জোড়ে
সেই ল্যাং খেয়ে ছোকরার
কোমড় বাঁকা।
হেঁটে বেড়াঁয় খোরে।
আল্লাদে ছোকরা স্কুল ফাঁকি দেয়
জ্বরের ভান ধরে।
বাবা বলে
আয় ছোকরা
ভাত খাবি বলে।
ছোকরার বাবার আদরের সন্তান
নাম ডাকে ছোকরা বলে।
ছোকরা নাকি বড় হবে
লেখা পড়া করে।
এই কথাটি সব বাবারাই বলে।
৩০ বছর পেড়িয়ে গেলো
ছোকরা নাহি সংসারের হাল ধরে।
সখারা তার গাঁজার সিলিম ধরে
সঙ্গদোষে ছোকরাও গিয়ে গাঁজার টান মারে।
ছোকরার বাবা মা
ওঁঝার পিছে পিছে ঘুরে।
তবুও ছোকরা গাঁজার টান নাহি ছাড়ে।
বাবা মা বৃদ্ধ হলো
ছোকরা এমনি রয়ে গেলো।
পড়ালেখা শিখে সঙ্গদোষে
ছোকরা লাফাঙ্গা হয়ে গেলো।
বৃদ্ধ বাবা মা ছোকরার
অনাহারে মরে গেলো।
সংসার হলোনা ছোকরার
বউটি তার অন্যর সাথে পালালো।
শেষ বয়সে ছোকরা বাবুর
চোখের জল সঙ্গী হলো।