মোঃ আবু হাসান,, বিভাগীয় প্রতিনিধি,,খুলনা,
যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন ধর্মকে ব্যবহার করে যারা শিক্ষার্থীদের জঙ্গি বানাতে চাই তাদের চিহ্নিত করতে হবে। দেশের জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যখন উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছেন ঠিক তখনই জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
চৌগাছা সরকারি ডিগ্রী কলেজে স্বাধীনতা দিবস ও নবীন বরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি শাহাজান কবির, জেলা পরিষদের সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, থানার অফিসার ইনচার্জ এম মসিউর রহমান, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সাবেক উপধ্যক্ষ আব্দুস সালাম, সহকারি অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস, কামরুজ্জামান, বিনয় কৃষ্ণ, লিয়াকত আলী, ম্যানেজিং কমিটির সদস্য মগরেব আলী, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, শাহিনুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মনিরুল ইসলাম। প্রধান অতিথি আরো বলেন, ভারত বার্মার মধ্যবর্তি সমুদ্রের মধ্যে আরো একটি বাংলাদেশ পেয়েছি। যেখানে ভবিষ্যতরে অর্থনীতিকে আরো শক্তিশালী করার বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করছি। তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে উন্নত চিন্তা ভাবনায় আমরা এগিয়ে যাচ্ছি। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, মানব সম্পদসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। বহু দেশ এখন আমাদের প্রশংসা করতে শুরু করেছে। তাই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের বিশ্বের সাথে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *