ছাতক প্রতিনিধঃ
ছাতক রেলওয়ে স্টেশন থেকে ষাটোর্ধ এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সিলেটের জিআরপি পুলিশের এসআই ইসলাম আলী সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করেন। দুপুরে রেলওয়ে স্টেশনে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনকে বিষয়টি অবহিত করেন।

পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন ঘটনাস্থলে পৌছে ছাতক রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা শওকত হোসেনকে সাথে নিয়ে জিআরপি থানায় খবর দেন। পুলিশ সন্ধ্যায় বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। লাশের সাথে থাকা কাগজপত্র থেকে বুঝা গেছে ওই বৃদ্ধ ভারতীয় নাগরিক। কাগজপত্রে তার নাম নলিনি কুমার চক্রবর্তী ও ঠিকানা রয়েছে ভারতের দক্ষিণ দিনাজপুরের পিরোসা কালিবাড়ী।

রেলওয়ে স্টেশন এলাকার একাধিক লোক জানান, ওই বৃদ্ধ লোককে দুপুরে রেলওয়ে স্টেশনে বসে থাকতে দেখেছেন তারা। দুপুরেই স্টেশন এলাকায় তার মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। এসআই ইসলাম আলী জানান, লাশ উদ্ধার করে সিলেটে নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন