ছাতক প্রতিনিধিঃ
ছাতকে হেফাজত সমর্থকদের থানায় হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ২৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে আটকের ঘটনার জের ধরেই এই ঘটনা ঘটে সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার রাত ৯টায় শহরের থানা রোড এলাকায় এ ঘটনা নিয়ন্ত্রনে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এদিকে, রোববার বিকেলে থানা পুলিশের জরুরী সেবা বক্স ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় ছাতক থানার উপ-পরিদর্শক আনোয়ার মিয়া বাদী হয়ে ৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/৯ শতাধিক ব্যক্তিকে আসামী করে ছাতক থানায় (মামলা নং-৫) ০৪/০৪/২০২১ইং) দায়ের করেছন।
জানা যায়, নারায়নগঞ্জে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে আটকের খবরে শনিবার রাত সাড়ে ৮টায় শহরে মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টে জড়ো হতে থাকে হেফাজতে ইসলামীর সমর্থকরা। এক পর্যায়ে শহরের ট্রফিক পয়েন্টে পুলিশের সাথে মিছিলকারীদের সাথে বাকবিতন্ডা পর পুলিশকে মিছিলকারীরা ধাওয়া করলে উত্তেজনা সৃষ্টি হয়। বাজারের দোকান ৪টি দোকান ভাংচুর করে মিছিলকারীরা।
অল্প সময়ের মধ্যেই বাজারের অধিকাংশ দোকানপাঠ বন্ধ হয়ে যায়। হেফাজত সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে শুরু খবরে মিছিলকারী বিক্ষুদ্ধ জনতার একটি অংশ থানায় চারদিকে ঘেরাও করে ইট-পাঠকেল ছুড়তে থাকে। এসময় পুলিশের সাথে মিছিলকারীদের সংঘর্ষ বেঁধে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ থানার ভেতর থেকে টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য রাকিবুর আলম, সাইফুল ইসলাম, দিলশাদ মিয়া, রবিউল আলম, সুবল দাসসহ অন্তত ২৫জন আহত হন। আহত পুলিশ সদস্যদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া অন্য আহতরা স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। পুলিশ তাৎক্ষনিক ভাবে শহর থেকে থানায় হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, মো.জয়নাল আবেদীন, রাজন আহমদ, একরাম হোসেন, মো সামছু উদ্দিন, সুমন আহমদ, মো.আলী হোসেন, মোস্তাফিজুর রহমান ফাহিম, জনি আহমদ ও আবুল হেসেন।
খবর পেয়ে রাত সাড়ে ১১টায় সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, ছাতক পৌরসভা মেয়ার আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ও এএসপি (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার ওসি শেখ মো. নাজিম উদ্দিন বলেন, মিছিলকারীরা হঠাৎ করে থানায় হামলা করেছে। এ ঘটনায় থানার এসআই আকবর আলী বাদী হয়ে মামলা নং-৫/০৪/০৪/২০২১ দায়ের করেছন। ওসি তদন্ত মিজানুর রহমানকে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।