কুড়িগ্রাম প্রতিনিধি: ১.৮.১৮
ছাত্রলীগের জন্মলগ্ন থেকে কুড়িগ্রামের কেউ সভাপতি হতে পারেনি কিন্তু এবার ২৯তম সম্মেলনের পর কেন্দ্রিয় সংসদে সভাপতি হলেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার রেজওয়ানুল চৌধুরী শোভন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ ছাত্রকে ছাত্রলীগের সভাপতি করায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধান মন্ত্রি শেখ হাসিনাকে অভিবাদন জানিয়েছেন কুড়িগ্রামের মানুষ।
শোভন ছাত্রলীগের সভাপতির ঘোষনা হওয়ার সাথে সাথে আনন্দে ফেটে পড়ে তার জন্মস্থান ভূরুঙ্গামারীতে। ঘোষনা আসার সাথে সাথে আনন্দ মিছিল বের করে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাধারণ মানুষ। মিষ্টি বিতরন হয় সর্ব স্তরের মানুষের মাঝে। শোভনের পরিবার জানায়, রাত থেকেই বিভন্নস্তরের নেতাকর্মী এবং শুভাকাংখিরা বাড়িতে এসে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শোভনের বাবা ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী ও মাতা স্কুল শিক্ষক রেজিয়া খাতুন জানান, এই সংবাদে তারা অত্যন্ত আনন্দিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দুজনই কৃতজ্ঞ। এসময় দেশবাসীর কাছে শোভনের জন্য দোয়া চান তারা।
রেজওয়ানুল হক চৌধুরী শোভন কুড়িগ্রামের সর্ব উত্তরের সীমান্ত উপজেলা ভূরুঙ্গামারীর সন্তান। নিখাদ আওয়ামী পরিবারে তার বেড়ে উঠা। দাদা শামছুল হক চৌধুরী ছিলেন মুক্তি যুদ্ধের সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর। রাজনৈতিক জীবনে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন, একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। গভর্নর হিসেবে দ্বায়িত্ব পালনও করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত স্থানীয় আওয়মীলীগের রাজনীতির শ্রদ্ধাভাজন এবং নিবিদিত ব্যক্তি ছিলেন।
বাবা নূরুন্নবী চৌধুরী আওয়ামীলীগের ভূরুঙ্গামারী উপজেলা সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান। মা রেজিয়া খাতুন দক্ষিন চরভূরুঙ্গামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ পরিবারটি কুড়িগ্রামে রাজনৈতিক অঙ্গন হতে সর্বস্তরের মানুষের কাছে আওয়ামী পরিবার বলে পরিচিত । রেজওয়ানুল হক চৌধুরী শোভন ভূরুঙ্গামারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় এবং ভূরুঙ্গামারী ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে লেখা পড়া করেন। এসময় তিনি কেন্দ্রিয় ছাত্রলীগের বিদায়ী কমিটির কার্যকরী সদস্য ছিলেন।শোভনের সভাপতি হওয়ায় কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সারা পড়েছে। কুড়িগ্রাম ছাত্রলীগের মাঝে বইছে আনন্দের বন্যা। ভূরুঙ্গামারীর সাবেক ছাত্রলীগ নেতা বগুড়া আজিজুল হক বিশ্ব বিদ্যালয়ের সাবেক জিএস আশরাফুল ইসলাম সবুজ আরটিভি অনলাইনকে জানান, কুড়িগ্রামের মানুষের জন্য এটা অত্যন্ত সু সংবাদ এবং শোভন আমাদের গৌরব। আশা করছি শোভনের রাজনৈতীক দূরদর্শিতায় ছাত্রলীগ বেগবান হবে । ভূরুঙ্গামারী যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ও সম্পাদক মইন উদ্দিন খোকন জানান, শুধু যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামীলীগ নয় শোভন সভাপতি হওয়ায় ভূরুঙ্গামারী সকল স্তরের মানুষ খুশি হয়েছেন এবং আনন্দিত হয়েছেন। ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি এমদাদুল হক মন্টু জানান, শোভন আমাদের গৌরব। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান শিরাজ জানান, শোভনকে ছাত্রলীগের সভাপতি ঘোষনা করায় কুড়িগ্রামবাসী অত্যান্ত আনন্দিত এবং আভিভূত। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখহাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।