রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ছেলের প্রেমের জেরে কলিম উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মুত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার খেওয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খেওয়ারচর গ্রামের কলিম উদ্দিনের ছেলে মাহমুদুল হাসানের সঙ্গে একই গ্রামের কফিল উদ্দিনের ষোড়শী কন্যা কল্পনা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একবছর আগে। বিষয়টি মাহমুদুলের পিতা কলিম উদ্দিন জানতে পেরে ছেলের অন্যত্র বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে প্রেমিকা কল্পনা খাতুন খেওয়ারচর বাজারে মাহমুদুলের কসমেটিক দোকানে গিয়ে বিয়ের জন্য চাপ দেয়। পরে স্থানীয় মাতব্বররা ওইদিন (বুধবার) সন্ধ্যায় একটি সালিশ বৈঠকের ব্যবস্থা করেন। সালিশে ৫ সদস্য বিশিষ্ট জুড়িবোর্ডে বিয়ের সিদ্ধান্ত নিলে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে বুকে ব্যথা অনুভব করেন কলিম উদ্দিন। স্থানীয়রা তাকে বাড়ির দিকে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মুত্যু মামলা হয়েছে।
এদিকে কলিম উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। তাদের মতে, ওই মেয়ের সাথে প্রেমের কোন সম্পর্ক ছিল না। একটি মহল পরিকল্পিতভাবে মাহমুদুলকে ফাঁসিয়ে অর্থ লোটার পায়তারা করছে। মেয়েটির অন্যত্র বিয়েও হয়েছিল বলে দাবি করেন তারা। রৌমারী থানায় এমন একটি লিখিত অভিযোগ করেছেন তারা।
রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বলেন, কলিম উদ্দিনকে হত্যা করা হয়েছে এমন কোন আলামত আমরা পাইনি। সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে। তবে আপাতত একটি ইউডি মামলা করা হয়েছে। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন