নাগেশ্বরী প্রতিনিধি#
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ধনি গাগলার হানিফ আলীর পুত্র এরশাদুল হকের সঙ্গে একই গ্রামের মেহেদী হাসান মুকুলের সঙ্গে জমি জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন থেকে বিবাদ চলছিল। ফলে ভুক্তভোগি এরশাদুল হক বাদি হয়ে একটি জিআর মামলা করে যার নং- কুড়িগ্রাম জিআর নং-৯১/১৮। দীর্ঘদিন মামলা চলার পর বিজ্ঞ আদালত গত ৫ই ফেব্রুয়ারী/১৯ অভিযুক্ত আসামী মেহেদী হাসান মুকুলকে জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। জানা গেছে রাঙ্গালিরবস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন। উক্ত শিক্ষক জেলা হাজতে থাকা সত্বেও তাকে বরখাস্ত করছে না উপজেলা শিক্ষা অফিসার। জানা গেছে কোন সরকারী কর্মকর্তা বা কর্মচারী কোন মামলায় জেল হাজতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সাময়িক ভাবে বরখাস্ত করবেন। কিন্তু মেহেদী হাসান মুকুলের ক্ষেত্রে তার উলটোটা। প্রভাব খাটিয়ে প্রশাসনকে ম্যানেজ করে সরকারী চাকুরীতে এখন ও বহাল তবিয়তে ।