ফারহানা আক্তার ,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে আলম খাঁ হত্যা মামলায় শাহিন নামে এক ব্যক্তিকে
মৃত্যুণ্ড আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড পাশাপাশি তাকে ৫০
হাজার টাকা জরিমানাও করা হয়। এছাড়া মামলাটি আপোষের নামে
টাকা নেওয়ার দায়ে মামলার বাদি আনজুয়ারাকে ৫ বছর কারাদণ্ড দেন
আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের
বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শাহিন জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত
মনির উদ্দীনের ছেলে। আর আনজুয়ারা একই গ্রামের আলম খাঁর
স্ত্রী।
মামলার বিবরণে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের
আলম খাঁর কাছ থেকে ৭ হাজার টাকা ধার নেন শাহিন। সেই
টাকা ফেরত দেওয়ার জন্য ২০০৬ সালের ২০ মে রাতে আলমকে বাড়ি
থেকে ডেকে শাহিন তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে
শ্বাসরোধ করে বাড়ির পাশে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার
করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করালে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ক্ষেতলাল থানায়
৬ জনকে আসামীকে একটি হত্যা মামলা দায়ের করলে শাহিনের
বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মৃত্যুদণ্ডের আদেশ দেন
আদালত। এছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় অন্য আসামিদের
মামলা থেকে খালাশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *