ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিহতের বাড়ীতে পাঠায়। শুক্রবার বিকেল ৪ টার দিকে পাঁচবিবি উপজেলার মাঝিনা-বিরঞ্জন সড়কে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ- পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়নের পূর্ব বৃদ্ধিগ্রামের সম মিঞ্জি (৬০)।
প্রত্যক্ষদর্শী বিমল চন্দ্র মন্ডল বলেন, বিকেলে আমি ওই রাস্তা দিয়ে পার্শ্ববতী মাঝিনা বাজারে যাচ্ছিলাম। এসময় মাঝিনা বাজার থেকে বিরঞ্জন গ্রামের দিকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান গাড়িতে চড়ে ওই বৃদ্ধ যাচ্ছিলেন। হঠাৎ অটোভ্যানটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয়রা ছুঁটে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।