চিলমারী ( কুড়িগ্রাম) থেকে শ্যামল ঃ
জাগো একটি স্বেচ্ছাসেবী সংগঠন । এটি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে অবস্হিত। ২০১৯ সাল থেকে উপজেলার দুস্হ্য, অসহায় মানুষের পাশে দাড়ানো সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে আসছেন। পানির অপর নাম জীবন। তাই মানুষকে সুপেয় পানি পান করানোর প্রত্যয়েই উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজারে একটি টিউবওয়েল স্হাপন করে দিয়েছেন। যা দিয়ে বাজারে অবস্হিত বিভিন্ন দোকানদার, ক্রেতা-বিক্রেতাগণ পানি পান করতে পারেন। গতকাল বিকেল ৫টায় টিউবওয়েলটি সর্বসাধরনের জন্য উন্মুক্ত করা হয়। এসময় চিলমারী প্রেসক্লাব সহ-সভাপতি ও জনপ্রাণ সম্পাদক শ্যামল কুমার বর্মন, প্রেসক্লাব চিলমারী’র সভাপতি সহকারী অধ্যাপক মোঃ গোলাম মাহবুব, ৫নং ওয়ার্ড সদস্য মোঃ বক্তার আলী, সারা ক্লিনিক’র মালিক মোঃ ছাবেদ আলী, জাগো’র সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, অর্থ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক রাজু মিয়া সহ স্হানীয় সূধীজন উপস্হিত ছিলেন।